No products in the cart.
খুব সহজেই আপনি আপনার স্টোরে বিক্রয়ের জন্যে পণ্য যুক্ত করতে পারেন। এজন্য প্রথমে চাঁপাই অনলাইন স্টোরের এ্যাপ অথবা ওয়েবসাইট ওপেন করার পর পেজের সব নিচে “মাই একাউন্ট” লিংকে ক্লিক করে লগিন করতে হবে, এরপর নিচের চিত্রে দেখানো হলুদ বৃত্তের মধ্যে তিন দাগে ক্লিক করুন, এরপর মেনুটি ওপেন হলে সবুজ বৃত্ত দিয়ে দেখানো ‘Products‘ লিখার উপর ক্লিক করুন, এরপর পেজটি ওপেন হলে লাল বৃত্ত দিয়ে দেখানো বক্স আইকনটিতে ক্লিক করুন।
এখন নিচের চিত্রে দেখানো ১ থেকে ১১ নাম্বার পর্যন্ত কোথায় কি করতে হবে বোঝার চেষ্টা করুন। দ্রুত পণ্য যুক্ত করার জন্যে শুধুমাত্র সবুজ রঙের অপশনগুলো পূরণ করলেই চলবে, তবে ১১টি অপশনই পূরণ করতে পারলে ক্রেতাগণের জন্যে পণ্যটি সম্বন্ধে সিদ্ধান্ত নিতে সহজ হবে।
সাবমিট করার পর পুনরায় কিছু পরিবর্তন করতে চাইলে এই পেজটিতে ফিরে এসে প্রয়োজনীয় পরিবর্তন করে পুনরায় সাবমিট বাটনে ক্লিক/ট্যাপ করতে হবে।