কিভাবে দোকানের লোগো ও ছবি সেট করবেন?

ক্রেতাগণকে আপনার দোকান সম্বন্ধে ধারনা দেয়ার জন্যে দোকানের ছবি, নাম বা আদ্যক্ষর সম্বলিত একটি লোগো সেট করে নিতে পারলে ভালো। এজন্যে নিচের চিত্রে দেখানো অনুযায়ী লোগো ও ছবি আপলোড করে সেভ করে নিন।

ব্যানার ও লোগো সাইজ

ব্যানারের সব লিখা দৃশ্যমান করা জন্য ব্যানার বানানোর সময় নিচের সাইজগুলো ব্যবহার করুন।

মেইন ব্যানার (কম্পিউটারে দৃশ্যমান) সাইজ: 1366×768
লোগো সাইজ: 125×125

যেভাবে ব্যানার ও লোগো সেট করবেন

স্টোর ম্যানেজারে লগিনের পর সেটিংসে যাওয়ার জন্যে প্রথমে নিচের চিত্রে দেখানো হলুদ বৃত্তের মধ্যে ‘তিন দাগে’ ট্যাপ করুন, তারপর লাল বৃত্তের ‘Settings’ লিখার উপর ট্যাপ করুন।

How-to-add-store-logo-and-banner-1
চিত্র-১

এরপর নিচের চিত্রে দেখানো ১ থেকে ৪ নাম্বার চিহ্নিত স্থানগুলোতে লোগো ও দোকানের ছবি সেট করে নিয়ে সব নিচে ‘Save‘ বাটনে ক্লিক/ট্যাপ করলেই আপনার স্টোরে তা প্রদর্শিত হবে।

 How to add store logo and banner

Main Menu