No products in the cart.
ক্রেতাগণকে আপনার দোকান সম্বন্ধে ধারনা দেয়ার জন্যে দোকানের ছবি, নাম বা আদ্যক্ষর সম্বলিত একটি লোগো সেট করে নিতে পারলে ভালো। এজন্যে নিচের চিত্রে দেখানো অনুযায়ী লোগো ও ছবি আপলোড করে সেভ করে নিন।
ব্যানার ও লোগো সাইজ
ব্যানারের সব লিখা দৃশ্যমান করা জন্য ব্যানার বানানোর সময় নিচের সাইজগুলো ব্যবহার করুন।
মেইন ব্যানার (কম্পিউটারে দৃশ্যমান) সাইজ: 1366×768
লোগো সাইজ: 125×125
যেভাবে ব্যানার ও লোগো সেট করবেন
স্টোর ম্যানেজারে লগিনের পর সেটিংসে যাওয়ার জন্যে প্রথমে নিচের চিত্রে দেখানো হলুদ বৃত্তের মধ্যে ‘তিন দাগে’ ট্যাপ করুন, তারপর লাল বৃত্তের ‘Settings’ লিখার উপর ট্যাপ করুন।
এরপর নিচের চিত্রে দেখানো ১ থেকে ৪ নাম্বার চিহ্নিত স্থানগুলোতে লোগো ও দোকানের ছবি সেট করে নিয়ে সব নিচে ‘Save‘ বাটনে ক্লিক/ট্যাপ করলেই আপনার স্টোরে তা প্রদর্শিত হবে।