No products in the cart.
উ-কমার্স স্টোরে ফিজিক্যাল প্রোডাক্টগুলোকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যেগুলোর একটির নাম Simple Products (সিম্পল প্রোডাক্টস) অপরটির নাম Variable Products (ভেরিয়েবল প্রোডাক্টস)। যেসব প্রোডাক্টে শুধু পণ্যের ছবি ও দাম উল্লেখপূর্বক স্টোরে যুক্ত করা হয় সেগুলোকে Simple Products বা সাধারণ পণ্য বলা হয়, আর যেসব পণ্যের সাথে রং, সাইজ ইত্যাদি বাড়তি অপশনস সংযুক্ত করার প্রয়োজন হয় সেগুলোকে Variable Products (ভেরিয়েবল প্রোডাক্টস) বলা হয়। ভেরিয়েবল শব্দটির অর্থ ‘বিভিন্নতা‘ অর্থাৎ পণ্য একই কিন্তু রং, সাইজ, মূল্য ইত্যাদি ভিন্ন।
ভেরিয়েবল প্রোডাক্টস কাদের প্রয়োজন হয়
যারা পণ্যের সাথে ক্রেতাগণকে রং, সাইজ কিংবা অন্য কোন বৈশিষ্ট সিলেক্ট করার অপশনস দিতে চান তাদের জন্যে পণ্যটি ‘ভেরিয়েবল‘ হিসাবে এ্যাড করার প্রয়োজন হয়।
কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করবেন?
ভেরিয়েবল প্রোডাক্ট এ্যাড করার জন্যে ‘স্টোর ম্যানেজার প্যানেলে‘ লগিন করার পর যেভাবে নতুন পণ্য এ্যাড করতে হয় সেভাবে Add New Product -এ ক্লিক করুন, এরপর নিচের ভিডিওতে দেখানো স্টেপগুলো বুঝে নিয়ে সে অনুযায়ী প্রোডাক্টটি এ্যাড করে নিন।