আপনিও চাঁপাই অনলাইন স্টোরের একজন সেলার হতে পারেন, এটা সহজ এবং বিনামূল্যের, জেনে নিন সেলার হওয়ার জন্যে প্রয়োজনীয় তথ্যসমূহ।

চাঁপাই অনলাইন স্টোর কী?

এটি একটি অনলাইন মার্কেটপ্লেস, অর্থাৎ মার্কেটে যেমন অনেক দোকান থাকে সেরকম এটি একটি অনলাইন মার্কেট যেখানে একাধিক দোকান/সেলার থাকে যারা নিজ নিজ দোকান/ব্র্যান্ডের নামে পণ্যসমূহ বিক্রয় করতে পারেন।

এখানে কারা সেলার হতে পারবেন?

  • যাদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন লোকেশনে দোকান আছে।
  • যারা ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যসমূহ ক্রয় বিক্রয় করছেন।

চাঁপাই অনলাইন স্টোর কিভাবে কাজ করে?

এখানে সেলারগণ নিজেদের পণ্যসমূহ বিক্রয়ের জন্যে প্রদর্শন করে থাকেন, ক্রেতাগণ কোন পণ্যের ক্রয়াদেশ (অর্ডার) দিলে তাৎক্ষণিকভাবে তা ইমেইলSMS এর মাধ্যমে সংশিষ্ট সেলার’কে (বিক্রেতা) ও ডেলিভারি প্রদানকারী প্রতিষ্ঠানকে অবহিত করা হয়। ডেলিভারি প্রদানকারী প্রতিষ্ঠান ফোনের মাধ্যমে ক্রেতার নিকট থেকে অর্ডারটি পুন:নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট সেলারের নিকট থেকে পণ্যটি সংগ্রহ করে হোম ডেলিভারি দেয়ার ব্যবস্থা গ্রহণ করে থাকেন।

চাঁপাই অনলাইন স্টোর সেলারগণের নিকট থেকে কিভাবে কমিশন গ্রহণ করে?

চাঁপাই অনলাইন স্টোর সেলারগণের নিকট থেকে কোন সুনির্দিষ্ট কমিশন গ্রহণ করে না, চাঁপাই অনলাইন স্টোর প্রতিটি অর্ডারের সাথে ডেলিভারি কস্ট ছাড়াও অতিরিক্ত ০৫/- টাকা সার্ভিস চার্জ আরোপ করে যা ক্রেতা সাধারণ পরিশোধ করে থাকেন।

সেলার হওয়া ও একাউন্ট এ্যাকটিভ রাখার জন্যে করনীয় কী?

  • সেলার হতে ইচ্ছুকগণকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যে হতে হবে। অন্যান্য উপজেলা থেকে পরবর্তীতে সেলার নেয়া হবে ইনশা’আল্লাহ।
  • পণ্যগুলি পোশাক, খাদ্য পানীয়, ইলেকট্রনিক, বই, কম্পিউটার, মোবাইল ফোন, ইসলামিক ও গৃহ সামগ্রী সংশ্লিষ্ট হতে হবে।
  • স্টোর এ্যাকটিভ হওয়ার ১০ দিনের মধে কমপক্ষে ১টি বিক্রয়যোগ্য পণ্য যুক্ত করতে হবে।
  • চাঁপাই অনলাইন স্টোরের সেলার পলিসি’র সাথে ঐক্যমত পোষণ করতে হবে।
  • স্টোরে সংযুক্ত পণ্যগুলোর দাম, স্টক ইত্যাদি নিয়মিত আপডেট রাখতে হবে।

আপনি যদি চাঁপাই অনলাইন স্টোরের সেলার হতে চান তাহলে নিচের ফরম পূরণের মাধ্যমে খুব সহজেই তা হতে পারেন। অথবা আপনি যদি চাঁপাই অনলাইন স্টোরের মতো একটি অনলাইন দোকান এককভাবে বানাতে চান যেখানে শুধু আপনারই পণ্য সামগ্রী থাকবে তাহলে আমাদের সহযোগি ওয়েবসাইট Echost (ই-কমার্স হোস্ট) -এর রেন্ট এ শপ প্যাকেজে সাইন আপ করে খুব সহজেই তা করে নিতে পারেন।

[wcfm_vendor_registration]

সেলারগণের জন্যে প্রয়োজনীয় কিছু লিংক

Main Menu