চাঁপাই অনলাইন স্টোরে কেন দোকান করবেন?

বাংলাদেশে ২০১৩ সাল থেকে গতি পাওয়া অনলাইন রিটেইল (বেচা-কেনা) ব্যবসার বর্তমান অবস্থা খুবই আশাব্যঞ্জক। একটি জরিপে দেখা গেছে ২০১৮-১৯ অর্থ বছরে অনলাইন কেনাকাটায় লেনদেন হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা যা আগের ২০১৬-১৭ অর্থ বছরের ১৬শ কোটি টাকার থেকে প্রায় ২৫ শতাংশ বেশি (তথ্য সুত্র: কালের কন্ঠ)ECAB (ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ) এর তথ্য মতে বাংলাদেশে বর্তমানে অনলাইন কেনাকাটায় লেনদেনের পরিমান প্রায় ৮ হাজার কোটি টাকা, তারা আশাবাদী আগামী ৩/৪ বছরে এই পরিমান ১০ হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব (তথ্য সুত্র: প্রথম আলো)! সুতরাং পিছিয়ে থাকবেন না, সম্ভব হলে নিজের ব্যবসাকে অনলাইনে সম্প্রসারিত করে সফলতার এক নতুন সম্ভাবনা সৃষ্টি করুন। এজন্যে শুধু চাঁপাই অনলাইন স্টোর নয় নির্দ্বিধায় আপনার আশেপাশের যেকোন ই-কমার্সে সহায়তা দানকারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করুন। মনে রাখবেন দুইভাবে আপনি অনলাইন স্টোর করতে পারেন প্রথমত, এককভাবে এবং দ্বিতীয়ত, কোন মার্কেট প্লেসের মাধ্যমে।

এখন প্রশ্ন হচ্ছে এককভাবে একটি অনলাইন স্টোর করবেন নাকি কোন অনলাইন মার্কেট প্লেসে যোগ দেবেন?

এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে জানা দরকার ‘এককভাবে অনলাইন স্টোর’ আর ‘মার্কেট প্লেসে অনলাইন স্টোর বলতে কি বোঝানো হচ্ছে। সহজ ভাষায় ‘মার্কেট প্লেস’ মানে ‘নিউ মার্কেট’ আর ‘এককভাবে দোকান’ মানে নিউ মার্কেটের বাইরে ‘একক দোকান’ যার নিকটবর্তী আর কোন দোকান নেই। এখন নিজেই সিদ্ধান্ত নিন নিউ মার্কেটের দোকান থেকে বেশি মুনাফা আশা করবেন নাকি বাইরের একক দোকান থেকে? এককভাবে একটি অনলাইন স্টোর করতে পারেন সেটা হবে আপনার দোকানের একটি ইউনিক অনলাইন ঠিকানা যেখানে থাকবে শুধু আপনারই দোকানের তথ্য এবং বেচা-কেনা হবে শুধু আপনারই দোকানের পণ্য, কিন্তু সেটা হবে ব্যয়বহুল এবং যা মার্কেটের বাইরে এককভাবে একটি দোকানের মতো, যেখানে প্রতিদিন অনেক লোক সমাগম হয় না, যার ফলে মুনাফার সম্ভাবনাও কম, অন্য দিকে যেহেতু মার্কেট বা বাজারে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে অনেক লোকের সমাগম হয় তাই মার্কেট বা বাজারের দোকান থেকে নিসন্দেহে বেশি মুনাফা আশা করা যায়। সুতরাং সম্ভব হলে কোন অনলাইন মার্কেট প্লেসে নিজের স্টোর নিবন্ধিত করে নিন। নিচে মার্কেট প্লেসের আরো কিছু বেনিফিট লক্ষ্য করুন:

  • এককভাবে একটি অনলাইন স্টোর করা ও এর রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল, সময়সাপেক্ষ এবং কম লাভজনক, অন্য দিকে অনলাইন মার্কেট প্লেস একটি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হওয়ার কারণে রক্ষণাবেক্ষণের জন্যে দোকান মালিকগণের কিছু করার প্রয়োজন নেই এবং এটি কম ব্যয়বহুল
  • ওয়েবসাইট ঠিকভাবে চলমান রাখতে এবং বিভিন্ন ধরণের সমস্যা মোকাবেলাসহ ও ওয়েবসাইট আপডেট টু ডেট রাখার জন্যে প্রায়শই সিস্টেম চেকআপ (Checkup) ও মেইনটেইনেন্সের (Maintenance) প্রয়োজন হয়, অন্য দিকে চাঁপাই অনলাইন মার্কেট প্লেসে এসব বিষয় একটি অভিজ্ঞ কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হওয়ার জন্যে এসব নিয়ে দোকান মালিকগণের দুশ্চিন্তার কোন কারণ নেই।
  • এককভাবে অনলাইন স্টোরের জন্য ডোমেইন (Domain), ওয়েব সার্ভার (Web server), ই-কমার্স (eCommerce) ইত্যাদি সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, অন্যদিকে মার্কেট প্লেসে এসব কিছু জানা না থাকলেও কোন অসুবিধা নেই। দোকান মালিকগণ শুধু তাদের জন্যে নির্ধারিত স্থানে নিজেদের পণ্যের নাম, ছবি ও বিবরণ পোষ্ট করবেন, (অনেকটা ফেসবুক পোষ্টের মতো) যা খুব সহজেই ফোন অথবা কম্পিউটার থেকে করা যায়।
  • অনলাইন বেচা-কেনায় বিশ্বের ও বাংলাদেশের সফল ই-কমার্স ওয়েবসাইটগুলো যেমন, আমাজন, ই-বে, আলী এক্সপ্রেস এরা সবাই একেকটি মার্কেট প্লেস।

ECAB (ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ) এর তথ্য মতে বাংলাদেশে বর্তমানে অনলাইন কেনাকাটায় লেনদেনের পরিমান প্রায় ৮ হাজার কোটি টাকা

তথ্য সুত্র : প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের মতো ছোট শহরে অনলাইন স্টোর থেকে কতটুকু সফলতা আশা করা যেতে পারে?

চাঁপাইনবাবগঞ্জের মতো ছোট একটি মফস্বল শহরে এখনই অনলাইন স্টোর থেকে খুব বেশি লাভবিত হওয়ার আশা না থাকলেও, আপনি যদি সঠিকভাবে আপনার দোকানের প্রতিটি পণ্যের ছবি ও বিবরণ অনলাইনে রাখেন, মুঠোফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে মার্কেট গিয়ে পণ্য কেনার আগে অনেক ক্রেতা’ই হয়তো তার কাংখিত পণ্যটি বাজারে আছে কিনা, সেটির মূল্য কত এবং পণ্যটি কোন কোন দোকানে পাওয়া যেতে পারে, এমনকি বিভিন্ন দোকানে দামের পার্থক্য কত তা খুঁজে দেখতে চাইবেন। ঠিক এখানেই অনলাইন স্টোর থেকে সফলতার অন্য একটি সুযোগ এসে যেতে পারে। সেক্ষেত্রে স্টোরটি কাংখিত পণ্য খোঁজার একটি স্থানের মতো, যা ক্রেতাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। সুতরাং স্টোর করার পর সেখান থেকে এখনই যদি কোন অর্ডার নাও পাওয়া যায়, তবুও সেটা অন্যরকম একটি ব্যবসায়িক সফলতার কারণ হয়ে যেতে পারে।

চাঁপাই অনলাইন মার্কেটের স্টোর থেকে আপনি কিভাবে যেভাবে লাভবিত হতে পারেন

চাঁপাই অনলাইন স্টোর একটি মার্কেট প্লেসের মতো করে গড়ে তোলা হয়েছে যেন অনলাইনে ব্যবসা নিয়ে আসতে ইচ্ছুক যেকোন দোকান ব্যবসায়ী রক্ষণাবেক্ষণহীন ও কম খরচে অনলাইন স্টোর করতে পারেন। এজন্য চাঁপাই অনলাইন স্টোরকে অন্যান্য মার্কেট প্লেসের মতো বিক্রয়ের উপর কোন কমিশন দিতে হবে না, আপনি শুধু যে কোন একটি প্যাকেজে সাইন আপ করে পণ্য আপলোড করা শুরু করবেন। প্যাকেজ মূল্য সম্বন্ধে বিস্তারিত জানতে ও সাইন আপ করার জন্য এই লিংকে দেখুন। এছাড়াও যেভাবে লাভবিত হতে পারেন:

  • www.chapaistore.com চাঁপাইনবাবগঞ্জ জেলার সব ধরনের দোকান ব্যবসায়ীদের অনলাইন স্টোর করার খুব সহজ একটি উপায়
  • এটি একটি মার্কেট প্লেস হওয়ায় বেশি জন সমাগম হওয়ার সম্ভাবনা।
  • প্রাকৃতিক দূর্যোগ, মহামারীসহ বিভিন্ন সমস্যার সময়ও ক্রেতার সাথে সংযুক্ত থাকার সুযোগ।
  • জেলা’র প্রতিটি প্রান্তের মানুষদেরকে ক্রেতা হিসাবে পাওয়ার সম্ভাবনা।
  • দোকানের প্রতিটি পণ্য ক্রেতার সামনে ডিসপ্লে করার সুযোগ, যেখানে বাস্তবিক অনেক পণ্য ক্রেতা’র অন্তরালে থেকে যায় অথচ কোন ক্রেতার তা চোখে পড়লে হয়তো সে তা ক্রয় করতো।
  • অভস্ত্য হওয়ার জন্যে বিনামূল্যে এবং খবুই কম খরচে অনলাইন স্টোর করার সুযোগ।

Main Menu